কলকাতা–সাইরাং এক্সপ্রেস ট্রেন সার্ভিস শুরু

0
55

আজই #কলকাতা থেকে #সাইরাং (মিজোরাম) পর্যন্ত নতুন #ট্রেন সার্ভিস শুরু হয়েছে — কলকাতা–সাইরাং এক্সপ্রেস। এটি তৃতীয়-সাপ্তাহিক ট্রেন হিসেবে পরিচালিত হবে। যাত্রীরা বিভিন্ন শ্রেণীর #সিট এবং সহায়ক সুবিধা উপভোগ করতে পারবেন। এই নতুন সংযোগ মিজোরাম এবং পশ্চিমবঙ্গের মধ্যে যাতায়াত সহজ করবে এবং পর্যটন ও বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করবে।

 

Bharat Aawaz | BMA | IINNSIDE https://ba.bharataawaz.com